ভারতের যোধপুরে ১৯৯৮ সালের দুটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে এখানো আইন-আদালতের ঝামেলা পোহাতে হচ্ছে বলিউড ভাইজান সালমান খানকে। চলতি মাসের ৯ তারিখ ছিলো মামলার শুনানি।
সেদিন যোধপুর দায়রা আদালতে ভার্চুয়ালি হাজির হন সালমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে ২০০৩ সালে ‘ভুলভাবে’ হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে ক্ষমা চান তিনি।
জানা গেছে, মামলাটির চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আগামীকাল ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
সালমান খানের আইনজীবী হাস্তিমাল সরস্বত আদালতকে জানান, ২০০৩ সালের ৮ আগস্ট তাদের দায়ের করা হলফনামাটি ভুল ছিল। অভিনেতা তা স্বীকার করে নিয়েছেন। এজন্য সালমানকে ক্ষমা করা উচিৎ বলেও মনে করেন তিনি।
এর আগে এই মামলায় পাঁচ বছরের সাজা পান সালমান। কিন্তু ২০১৮ সালে যোধপুর দায়রা আদালতে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার।
প্রসঙ্গত, যোধপুরের কোঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগে চারটি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে। ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রের শুটিংয়ে গিয়ে পরপর দুইদিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি শিকার করেছিলেন সালমান।