নাসিম রুমি: পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। দীর্ঘ ক্যারিয়ারে বেতার, মঞ্চ, টেলিভিশনের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। তার সাবলীল অভিনয় ও সাদামাটা উপস্থাপনা দাগ কেটেছে দর্শকদের মনে। তাকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে পরবর্তীতে অনেকেই এসেছেন অভিনয়ে।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও নিয়েছেন কাঁধে। চলতি বছর তার প্রযোজিত সিনেমা ‘শ্যামা কাব্য’ মুক্তির কথা থাকলেও পিছিয়ে যায় তা। নির্বাচনের পরে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ঘোষণা হবে বলেও জানা গেছে।
এ প্রসঙ্গে সুবর্ণা বলেন, ‘শ্যামাকাব্য সিনেমাটি দেখার অপেক্ষায় আছি। আশা করছি দর্শকরাও সিনেমার পাশে থাকবেন। এটা খুব প্রয়োজন। তাহলেই নান্দনিক ও ভালো সিনেমা আসবে।’
আজ শনিবার (২ ডিসেম্বর) এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিন। তবে পর্দার মতোই ব্যক্তিজীবনেও সাদামাটাভাবে চলতে পছন্দ করেন সুবর্ণা। তাইতো দিনটিকে ঘিরে তেমন বিশেষ কোনো আয়োজন নেই তার।
এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘ঘরোয়া আবহেই দিনটি কাটাব। শুধু সবার দোয়া চাই যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।’