নাসিম রুমি: আজ, ২৭ ডিসেম্বর, বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে সেলিম খান ও সালমা খানের ঘরে জন্মগ্রহণ করেন এই মহাতারকা।
সালমান খান ১৯৮৮ সালে ‘বিবি হ্যায় তো অ্যায়সি’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন। তবে ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এরপর ‘দাবাং’, ‘বজরাঙ্গি ভাইজান’, ‘সুলতান’, ‘টাইগার’ সিরিজসহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই সুপারস্টার।
যদিও সালমান খান একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন, কিন্তু এখনো তার কোনো সিনেমা ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারেনি। তবে ভক্তদের আশা, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে এই স্বপ্ন পূরণ হবে।
আজকের দিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সালমান খানকে ভক্তরা জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি সবাই আশা করছেন, ‘সিকান্দার’ সিনেমার মাধ্যমে সালমান খান ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করবেন এবং বলিউডে আরও এক নতুন ইতিহাস গড়বেন।