English

29 C
Dhaka
বুধবার, এপ্রিল ৯, ২০২৫
- Advertisement -

আজ তাহসানের জন্মদিন

- Advertisements -

নাসিম রুমি: একাধারে গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তাহসান খান। তবে গানের পাশাপাশি অভিনয়, মডেলিং এবং উপস্থাপনায়ও দেখা যায় তাকে। আজ (১৮ অক্টোবর) এ সংগীতশিল্পীর জন্মদিন।

এবারের জন্মদিনে ৪৪-এ পা রাখলেন তাহসান খান। জন্মদিনে পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের পাশাপাশি ভক্ত ও সহকর্মীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন নানা মাধ্যমে। এ ভালোবাসা উপভোগ করছেন তিনি।

জন্মদিন নিয়ে সংবাদমাধ্যমে তাহসান বলেন, ‘একটা বয়সের পর আর জন্মদিন পালন করা হয় না। আর বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার পর থেকে আমি এদিনে কিছুই করি না।’

তিনি আরও বলেন, ‘এদিনটি মূলত আমার নয়, আমার মায়ের। তাই ভেবেছি এবার থেকে মায়ের জন্য বিশেষ কিছু করব।’

জানা যায়, ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন তাহসান। ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে গড়া ‘ব্ল্যাক’ ব্যান্ডে যোগ দেন তিনি। ২০১২ সালে তাহসান গঠন করেন ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’। এর মাঝে তাহসান নাম লিখিয়েছেন ছোট পর্দায়, কাজ করছেন সিনেমায়ও।

২০০৬ সালের ৩ আগস্ট তাহসান ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী মিথিলাকে। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল এই তারকা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় একটি কন্যাসন্তান। তার মেয়ের নাম আইরা তাহরিম খান।

২০১৭ সালের ২০ জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই একাই রয়েছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন