English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

আজ কি ইডেনে থাকবেন শাহরুখ? অপেক্ষায় কলকাতা, কী জানালেন বলিউড বাদশা?

- Advertisements -

নাসিম রুমি: কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা এক লাফে বাড়বে এমন পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া অফিস। তবু বাড়তে শুরু করেছে উত্তাপ। ক্রিকেট উত্তাপ।

চার বছর পর ইডেনে আইপিএলের ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকতে চাইছেন না ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রবল উৎসাহ কলকাতার ক্রিকেট উত্তাপ বাড়াচ্ছে। সেই উত্তাপ আরও বাড়াতে পারেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার কি আসবেন দলের খেলা দেখতে? এটাই এখন শহরের ক্রিকেটপ্রেমীদের অন্যতম প্রধান আকষন।

নিজের দলের একাধিক ম্যাচে ইডেনে উপস্থিত থাকেন শাহরুখ। চার বছর পর ইডেনে খেলবে কেকেআর। প্রতিপক্ষ কোহলিদের আরসিবি। এমন ম্যাচে দেখতে কি আসবেন শাহরুখ? প্রস্তুত ইডেনের হসপিটালিটি
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা এক লাফে বাড়বে এমন পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া অফিস। তবু বাড়তে শুরু করেছে উত্তাপ। ক্রিকেট উত্তাপ।

চার বছর পর ইডেনে আইপিএলের ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকতে চাইছেন না ক্রিকেটপ্রেমীরা। তাঁদের প্রবল উৎসাহ কলকাতার ক্রিকেট উত্তাপ বাড়াচ্ছে। সেই উত্তাপ আরও বাড়াতে পারেন শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার কি আসবেন দলের খেলা দেখতে? এটাই এখন শহরের ক্রিকেটপ্রেমীদের অন্যতম প্রধান প্রশ্ন।

কেকেআর শিবির সূত্রে খবর, শাহরুখের খেলা দেখতে কলকাতায় আসা নিশ্চিত নয়। তাঁর ইচ্ছা রয়েছে ঘরের মাঠে দলের প্রথম ম্যাচে গ্যালারিতে থাকার। একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখের। সময় বার করতে পারলে কলকাতায় আসবেন বৃহস্পতিবার। সরকারি ভাবে শাহরুখের পক্ষ থেকে কিছু জানানো না হলেও ইডেন প্রস্তুত থাকছে বলিউড তারকাকে স্বাগত জানানোর জন্য। পরিষ্কার করা হয়েছে ইডেনের হসপিটালিটি বক্স। শাহরুখের কলকাতায় আসা অনিশ্চিত হলেও নীতীশ রানাদের পাশে থাকবেন দলের আর এক কর্ণধার জুহি চাওলা। সমাজমাধ্যমে তাঁর আসার কথা জানানো হয়েছে কেকেআরের পক্ষ থেকে।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও এ বার দেখা যায়নি শাহরুখকে। পেশাগত ব্যস্ততার জন্যই হয়তো এই মুহূর্তে ক্রিকেটের জন্য সময় বার করতে সমস্যা হচ্ছে তাঁর। সমাজমাধ্যমেও আইপিএল বা কেকেআর নিয়ে তেমন কিছু পোস্ট করেননি তিনি। গত ২৮ মার্চ নাইট রাইডার্সের একটি টুইট শুধু রিটুইট করেন শাহরুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন