হার্ট সংক্রান্ত জটিলতায় হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ভারতীয় বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রক্তচাপের সমস্যা ছিল তার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হার্ট সংক্রান্ত সমস্যার কারণে ক্যালিফোর্নিয়া শহরের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ৭৩ বছর বয়সী এ তারকাকে রাখা হয়েছে।
রবিবার জাকির হুসেনের অসুস্থতার খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার বন্ধু এবং বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া।
তিনি বলেন, হার্ট সংক্রান্ত সমস্যার জন্য শেষ সপ্তাহে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।