English

29 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

অ্যাভেঞ্জারস’-এ শাহরুখকে চায় হলিউড!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের পাঠান তিনি, বলিউডের জওয়ানও তিনি। আর এবার বলিউড থেকে সোজা হলিউডে চললেন শাহরুখ। হ্যাঁ, হলিউডের বিখ্যাত অভিনেতা অ্যান্থনি ম্যাকি তথা ক্যাপ্টেন আমেরিকা এমনই ইচ্ছে প্রকাশ করেছেন সম্প্রতি।

‘ক্যাপ্টেন আমেরিকা’ তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে কিং খানকে চাইছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই জানিয়েছেন তিনি। শাহরুখ কি রাজি হবেন? অভিনেতা গত বছর হলিউডে অভিনয় প্রসঙ্গে জানিয়েছিলেন, নিজের দেশে তিনি ‘সুপারস্টার’। সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখে যদি হলিউড তাঁকে ডাকে অবশ্যই তিনি কাজ করবেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। ছবিতে ‘স্যাম উইলসন’ ওরফে ‘ক্যাপ্টেন আমেরিকা’র ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্থনি ম্যাকি। এই ছবির প্রচারেই এখন ব্যস্ত অ্যান্থনি। সেই প্রচারের ফাঁকেই সংবাদমাধ্যমে হলিউড অভিনেতা জানান, বলিউড থেকে যদি অ্যাভেঞ্জার্স দলের কেউ সদস্য হতে পারে, তো তাহলে সে হলেন শাহরুখ খান।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি কোনও বলিউড অভিনেতাকে তাঁর ‘অ্যাভেঞ্জার’ দলে চান? এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি বলেন, ‘আমার মনে হয় শাহরুখ খান মানানসই, তিনিই সেরা!’ সাক্ষাৎকারের সেই কিয়দংশ ঝলক আকারে ছড়িয়ে পড়তেই উত্তেজিত কিং খানের অনুরাগীরা।

হলিউড অভিনেতার ইচ্ছা প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন গুঞ্জন, তা হলে কি সকলের অজান্তে হলিউড উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ? শাহরুখের প্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাটও হলিউডে অভিনয় করেছেন। তালিকায় রয়েছেন কারিনা কাপুর খানও।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন