নাসিম রুমি: সোমবার (২২ জানুয়ারি) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ৫৩ বছর বয়সী সাইফের বাঁ হাতে অস্ত্রোপচার হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন সাইফ। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী কারিনা কাপুর খান।
জুম টিভিকে সাইফ আলী খান বলেন, ‘আমি ভেবেছিলাম, সবকিছু ঠিকই আছি। আমিও একরকম চালিয়ে নিচ্ছিলাম, কাজ করছিলাম। কিন্তু ব্যথা বেড়ে যায়। ভারী কোনো কাজ করলে ব্যথা অনুভব করতাম। এরপর চিন্তা করি, এমআরআই করাটাই ভালো হবে। পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপন করার সময়েও এটি আমাকে কষ্ট দিয়েছে। ওই সময়ে আবিষ্কার করি, ট্রাইসেপের টেন্ডন খুব খারাপভাবে ছিঁড়ে গেছে। এটিকে এখন রাবার ব্যান্ডের মতো সঠিক জায়গায় রাখা হয়েছে, যা যেকোনো মুহূর্তে সরে যেতে পারে।’
বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে সাইফ আলী খান বলেন, ‘অস্ত্রোপচার শুরুর পর চিকিৎসকরা খুব ভালোবাবে বুঝতে পারেন সার্জারিটা খুবই জরুরি ছিল। অস্ত্রোপচারের মাধ্যমে জায়গাটি পরিষ্কার করে নার্ভ ঠিকঠাকমতো বসিয়ে ট্রাইসেপে সেলাই করে দিয়েছেন। আমি নিশ্চিত চিকিৎসকরা খুবই মেধাবী ছিলেন। আমি এখন ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে।’
সাইফ আলী খানের পরবর্তী সিনেমা ‘দেবারা’। এটি নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।