English

19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

অস্ত্রোপচার করিয়ে বিপদে উরফি

- Advertisements -

২০২১ সালে ‘বিগ বস ওটিটি সিজন ১’ রিয়েলিটি শো থেকে পরিচিতি এনে দেয় ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদকে। এরপর ফ্যাশন দুনিয়ায় নতুনত্বের নামে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে দেখা গেছে তাকে। অদ্ভুত যত পোশাক পরিচ্ছদে হাজির হয়ে বারবার তিনি ট্রল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার পোশাবের বাইরে সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করে বেশ বিপদেই পড়েছেন সোশ্যাল মিডিয়ার এই পরিচিত মুখ। সোমবার সামাজিক মাধ্যমে তিনি জানান, চোখে আই ফিলার করিয়েছিলেন। আর তা ঠিকঠাক হয়নি। যার ফলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তার।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন মেকআপ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে সেলফি পোস্ট করেন উরফি। সেই ছবিতে তাকে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর সঙ্গে ক্যাপশনে বর্ণনা করেন নিজের বর্তমান হাল।

উরফি লেখেন, ‘আমার চোখের তলার কালি নিয়ে এত ট্রোল হত যে আই ফিলার করাতে যাই। এখন আমার চোখ দু’টো একেবারে জঘন্য লাগছে। চোখের তলাগুলো অসমান আর অদ্ভুত হয়ে রয়েছে। মেকআপও ঢাকতে পারবে না আমার চোখের নিচের বিচ্ছিরি চামড়া। আমি কেন এরকমটা করলাম নিজের সঙ্গে!’

প্রসঙ্গত, দিনকয়েক আগেই উরফির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাকে জিম থেকে বের হতে দেখা যায়। আর সামনে পাপারাজ্জিরা আছে জানতে পেরেই নিজের মুখ ঢেকে ফেলেন। একেবারে দৌঁড়েই গাড়িতে গিয়ে ওঠেন। পরে জানা যায়. মেকআপ ছাড়া চেহারা দেখাতে চান না বলেই ছবি তুলতে দিতে রাজি হননি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন