বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন গায়িকা টেলর সুইফটকে নিয়ে একাডেমিক সিম্পোজিয়াম আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
‘সুইফটপোজিয়াম’ নামের ওই সিম্পোজিয়ামে টেলর সুইফটের সঙ্গীত ইন্ড্রাস্ট্রি থেকে সংস্কৃতি ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের প্রত্যাশা তিন দিনের এই অনুষ্ঠানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অনেক দেশের গবেষকরা অংশ নেবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই সিম্পোজিয়াম আয়োজন করা হবে।