কাজের সূত্রে মাঝে-মধ্যেই দেশের বাইরে যেতে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের নৈপুণ্যতা দেখিয়ে পরিচিতি লাভ করেছেন দুই বাংলায়। এবার তিনি উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়।
বরাবরের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেতা।
বুধবার (১৯ জুলাই) নিজের ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
ক্যাপশনে চঞ্চল লিখেছেন, গন্তব্য অস্ট্রেলিয়া। প্রথমে মেলবোর্ন, তারপর সিডনি। দেখা হবে প্রবাসী বাঙালি বন্ধুদের সঙ্গে।
তবে অস্ট্রেলিয়ায় একা যাননি এই অভিনেতা। তার সঙ্গে রয়েছেন নির্মাতা বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশি এবং এই তারকা দম্পতির দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। ছবিগুলোতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন তারা।
পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই ১৯ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে অভিনেতার কমেন্টবক্সে। শুধু ভক্তরাই নন, অভিনেত্রী শাহনাজ খুশিও লাভ ইমোজি দিয়ে চঞ্চলের প্রতি ভালো প্রকাশ করেছেন। অভিনেত্রীর মন্তব্যের প্রতিউত্তরও দিয়েছেন চঞ্চল।