English

31 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
- Advertisement -

অস্কারে ‘যোধা আকবর

- Advertisements -

নাসিম রুমি: মুক্তির ১৭ বছর পর অস্কার কর্তৃপক্ষের নজর কাড়লো আশুতোষ গোয়ারিকর নির্মিত পিরিয়ডিক বলিউড সিনেমা ‘যোধা আকবর’!

হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই অভিনীত সিনেমাটি এ বছর মুক্তির ১৭ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে, লস অ্যাঞ্জেলেসে অস্কার কর্তৃপক্ষ (একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস) সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে চলেছে।

তারিখ চূড়ান্ত না হলেও অনুমান করা হচ্ছে, ৩ মার্চ একই শহরে অনুষ্ঠিতব্য ৯৭তম অস্কার আসরের আগে-পরেই হবে এই বিশেষ প্রদর্শনী। মুঘল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের মিলনের মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ক্ল্যাসিক সিনেমাটি। ঋতিক রোশন ও ঐশ্বরিয়া রাইয়ের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে এটি আরও জীবন্ত হয়ে উঠেছে। গোয়ারিকরের গল্প বলার ঢঙের সঙ্গে, তাদের অন-স্ক্রিন রসায়ন ‘যোধা আকবর’কে একটি অবিস্মরণীয় সিনেম্যাটিক অবস্থানে নিয়ে গেছে। মুক্তির ১৭ বছর পূর্তিতে হতে যাওয়া এই বিশেষ প্রদর্শনী নিয়ে আশুতোষ গোয়ারিকর বলেন, “১৭তম বার্ষিকীতে ‘যোধা আকবর’।

আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ এ কারণে যে, তারা এটিকে তাদের স্মৃতিতে ধরে রেখেছেন এবং তাদের ভালোবাসা প্রকাশ করে চলেছেন। মুক্তি থেকে শুরু করে, এই এখন একাডেমিতে একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমে সম্মানিত হওয়া পর্যন্ত, এটি সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের শৈল্পিক অবদানের স্বীকৃতি। ‘যোধা আকবর’ যে প্রশংসা পাচ্ছে তা সত্যিই গর্বের এবং ভালোলাগার। আমি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ভালোলাগার অনুরণন দেখতে পেয়ে রোমাঞ্চিত।

দ্য একাডেমিতে হতে যাওয়া এই প্রদর্শনী কেবল চলচ্চিত্রের উদযাপন নয় বরং এটি যে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, তারও প্রতিফলন।’ বলা প্রয়োজন, এর আগে অ্যাকাডেমি বিখ্যাত পোশাক ডিজাইনার নীতা লুল্লার ‘কালার ইন মোশন’ প্রদর্শনীতে এই সিনেমায় পরা ঐশ্বরিয়া রাইয়ের জমকালো বিয়ের লেহেঙ্গা প্রদর্শন করেছিলো। উল্লেখ্য, দারুণ সিনেমাটোগ্রাফি, জমকালো ক্ল্যাসিক পোশাক এবং চমৎকার সব গানের জন্য এই সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছিলো। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘যোধা আকবর’ সিনেমাটি ভারতীয় সিনেমাকে বিশ্ব মঞ্চে নিয়ে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন