English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার ১৬ বছরের পুরনো লেহেঙ্গা

- Advertisements -

বলিউডের একসময়ের অন্যতম সেনসেশন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী ঐশ্বরিয়া ২৭ বছর আগে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। ঐশ্বরিয়া তার সৌন্দর্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্যও পৃথিবীজুড়ে পরিচিত।

ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। যার মাঝে অন্যতম ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’। ঐশ্বরিয়া এবং হৃতিক রোশনের অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখনও এই ছবি দর্শকদের মনে বিশেষ স্থান করে আছে। বিশেষ করে ছবির গানগুলো আজও জনপ্রিয়।

১৬ বছর পর,‘যোধা আকবর’ ছবির ঐশ্বরিয়া রাইয়ের পরা বিখ্যাত লেহেঙ্গা লাভ করেছে সম্মান। এই লেহেঙ্গাটি বর্তমানে অস্কার যাদুঘর-এ প্রদর্শিত হচ্ছে। ছবিতে বিয়ের দৃশ্যে ঐশ্বরিয়া রাইয়ের লাল লেহেঙ্গাটি বিখ্যাত ডিজাইনার নীতা লুল্লা ডিজাইন করেছিলেন। নীতা লুল্লার এই লেহেঙ্গা ভারতের প্রাচীন ঐতিহ্য এবং শৈলীর পরিচয় বহন করে।

লেহেঙ্গাটির অন্যতম বিশেষত্ব হল এর দুর্দান্ত এমব্রয়ডারি, ঐতিহ্যবাহী জারদোজি কাজের মাধ্যমে সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। এই কাজটি পুরনো ভারতীয় শিল্পের একটি অন্যতম উদাহরণ। বিশ্ববাসীকে ভারতের শিল্পসম্ভার ও কৃষ্টি সম্পর্কে আরও বেশি জানাতে সহায়ক।

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসটিতে একটি নীল ময়ূর রয়েছে, যাতে সুন্দর কুন্দনের কাজ করা হয়েছে। এই নকশাটি শুধুমাত্র চমত্‍কার নয় দেখতেও খুব আকর্ষণীয়। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির উপর দেখানো হয়েছে।

প্রদর্শনীর সঙ্গে ‘যোধা আকবর’ছবির কিছু দৃশ্যও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়া লাল লেহেঙ্গা এবং নেকলেস পরে। হৃতিক রোশনও আকবরের ভূমিকায় দেখা গেছেন। একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই লেহেঙ্গাকে ‘রাণীর জন্য পারফেক্ট’ হিসেবে বর্ণনা করেছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন