নাসিম রুমি: পাজরে চোট পেয়ে অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন সালমান খান। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে পাজরে পাওয়া ব্যথা নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছেন ৫৮ বছর বয়সী এ অভিনেতা।
এমতাবস্থায় বন্ধ রয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘সিকান্দার’-র শুটিং। এদিকে পাজরের ব্যথা নিয়েই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নেন সালমান। কোমলমতি শিশুদের পছন্দ করায় ‘বাচ্চা বলে মোরিয়া’ শিরোনামের একটি শিশুবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন তিনি।
কিন্তু এ অনুষ্ঠানের মঞ্চে উঠার পরই সালমানের সিটে বসতে বেশ কষ্ট হচ্ছিল। দর্শকের নজরে পড়ে, বুকের নিচে হাত দিয়ে সিটে চেপে বসছিলেন তিনি। এসময় অ্যাশ রংয়ের টিশার্ট আর জিন্স পরেছিলেন অভিনেতা। মুহূর্তেই নেটপাড়ায় এ ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল ভিডিও দেখেই উদ্বেগ প্রকাশ করছেন সালমান ভক্তরা। ভিডিওতে নেটিজেনরা অভিনেতা প্রসঙ্গে মন্তব্য করে বলেছেন, ‘আহত সিংহ’।
বর্তমানে সালমান খান বাড়িতে বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকের নির্দেশনা মতো চিকিৎসা সেবা নিচ্ছেন। ভক্তরাও প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।