English

14 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

অর্থকষ্টে সানাই!

- Advertisements -

দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে বর্তমানে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন তিনি। এরপর বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসাকে।

তবে সেই সুখের সংসারে বাজছে এখন বিচ্ছেদের সুর। বিয়ের মাত্র এক বছরের মাথায় ভাঙনের পথে এই মডেলের সংসার। বিচ্ছেদের খবরটি সামনে আসার পর থেকেই ব্যাপক অর্থকষ্টে রয়েছেন সানাই।

বুধবার (২৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই মডেল।

পাঠকদের জন্য সানাইয়ের পোস্টটি হুবহু তুলে ধরে হলো-

আসসালামু আলাইকুম, আপনারা সবাই জানেন যে, ২০২১ সালেই আমি মিডিয়া ছেড়ে ইসলামিক জীবন-যাপন করছি। সেটা সম্পর্কে আপনারা সবাই অবগত।

আমার পক্ষে কখনোই আগের মতো আইটেম সং, ফটোশুট কিংবা সিনেমায় কাজ করা সম্ভব না। কিন্ত এখন আমি কি করবো? আপনারা বলেন আমার কি করা উচিৎ?

সংসার করার জন্য সব ছেড়ে চলে আসলাম কিন্ত সেই সংসারটা তো এরকম হওয়ার কথা ছিলো না।

আমার চলতে অবশ্যই আর সবার মতো অর্থ প্রয়োজন। আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আর কয়দিন চলবো? বাবার কাছ থেকে টাকা নেওয়াটা কি বা উচিৎ হবে? আর কতদিনই বা বাবার কাছ থেকে টাকা নেওয়া যায়। এখান আমার কী করা উচিৎ আপনারাই বলেন।

এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যদি পর্দা মেইনটেইন করে উপস্থাপনা কিংবা অন্যান্য ইসলামিক অনুষ্ঠান উপস্থাপনা করা যায়, তাহলে আমি অবশ্যই কাজ করবো।

আমি আবারও বলছি পর্দা মেইনটেইন করে যতো টুকু কাজ করা যায় ততোটুকুই করবো। আপনারা যারা ডিরেক্টর কিংবা প্রোডিউসার আছেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই পেইজের ইনবক্সে।

কিন্তু আমি আবারও বলছি পর্দা মেইনটেইন করে যদি প্রোগ্রাম উপস্থাপনা কিংবা রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করা যায় আমি সেটা করবো। আমার বেতন/সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন