English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

অযোধ্যায় বিজেপির হারে যেভাবে বিপাকে সোনু নিগম!

- Advertisements -

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সকাল থেকেই ফৈজাবাদ (অযোধ্যা) কেন্দ্রের দিকে নজর ছিল সবার। উত্তরপ্রদেশের এই লোকসভা কেন্দ্রেই অযোধ্যার রামমন্দির। নির্বাচনি প্রচারে বার বার উঠে এসেছে এই রামমন্দির প্রসঙ্গ। আর সেখানেই ভরাডুবি হয়েছে বিজেপির।

বিজেপি প্রার্থী লালু সিংহ হেরে গেছেন ৫৪ হাজার ৫০০ ভোটে। জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমার। তার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে সংবাদমাধ্যমের চর্চায় রয়েছে ফৈজাবাদ। বাদ গেলেন না সোনু নিগমও। অতিষ্ঠ হয়ে উঠেছেন গায়ক। কী এমন ঘটল গায়কের সঙ্গে?

খোদ রামনগরীতে বিজেপির হার অবাক করেছে অনেককেই। তার পর থেকেই অনলাইন মাধ্যমে চলছে বিস্তর কাটাছেঁড়া। তাতেই জড়িয়ে পড়লেন সোনু। এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ‘সোনু নিগম’ নামের অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে লেখা হয়, ‘যে সরকার অযোধ্যাকে পুরো নতুনের মতো করে দিল, বিমানবন্দর থেকে রেলস্টেশন সব কিছুতে উন্নয়নের জোয়ার আনল, প্রায় ৫০০ বছর পর রামমন্দির প্রতিষ্ঠা করল, সেই অযোধ্যায় নাকি জিততে পারল না বিজেপি।’ নিমেষের মধ্যে ভাইরাল হয় পোস্ট।

সোনু নিগম নামটা দেখে ভুলটা করে বসে নেটিজেনদের একাংশ। আসলে অনেকেই ভেবেছিলেন এই পোস্ট গায়ক সোনুর। কিন্তু সেখানেই ভুল করে বসেন অনেকে। ইনি সোনু নিগম সিংহ। উত্তরপ্রদেশের নাগরিক। তার নামের শেষের ‘সিংহ’ বেশির ভাগেরই চোখ এড়িয়ে যায়। তাতেই এই বিপত্তি ঘটে। যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কটুকথা আর কটাক্ষের মুখে পড়তে হয় সোনুকে।

অবশেষে এই ভারতীয় গায়ক জানান, সোশ্যাল মিডিয়ার এই নোংরামির জন্য বেশ কয়েক বছর আগে এক্স থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এই ঘটনাতেও তিনি হতবাক। এতো লোকে তাকে এতো কথা বলছে, অথচ কেউ পুরো নামটাই লক্ষ্য করল না!

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন