করোনায় নাস্তানাবুদ বলিউড। বর্তমানে ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা-অভিনেত্রীই আক্রান্ত প্রাণঘাতী এই ভাইরাসে। অমিতাভ বচ্চনের বাড়ির সদস্যরা আগে এক দফা করোনা আক্রান্ত হয়েছিলেন। আবারও ‘জলসা’য় হানা দিয়েছে করোনা। গত ২ জানুয়ারি অমিতাভের বাড়ির কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। ৩১ জনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। খবর আনন্দবাজার পত্রিকার।
বিষয়টি জানিয়ে টুইটারে অমিতাভ লিখেছেন, “বাড়ির কোভিড পরিস্থিতি সামলাচ্ছি। আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে। এই টুইট দেখার পর বচ্চন পরিবারের কোনও সদস্য ফের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। ‘বিগ বি’-র অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে নানা প্রশ্নও রাখেন তার কাছে।”
এর উত্তর দেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “৩১ জনের পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে।”
প্রসঙ্গত, ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ। অভিষেক বাচ্চন, ঐশ্বরিয়া রাই বাচ্চন এবং তাদের মেয়ে আরাধ্যা বাচ্চনের শরীরেও বাসা বেঁধেছিল এই ভাইরাস। চিকিৎসার পর একে একে সেরে ওঠেন বাচ্চন পরিবারের সদস্যরা। তবে আবার তাদের বাড়িতে করোনা হানা দেওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।