নাসিম রুমি: বলিউডের অন্দরে স্টার কিডরা এখন স্টার হয়ে উঠছেন। নাম লেখাচ্ছেন একে একে। তবে শোবিজে আসার আগেই কেউ কেউ প্রেমের জালে বাঁধা পড়ছেন। এরমধ্যে আলোচনায় এসেছে অমিতাভের নাতি আর শাহরুখ কন্যার নাম। তাদের রসায়ন জোরালো হয়েছে ‘আর্চিস’-এর সেটে।
বর্তমানে বি-টাউনে টক অব দ্য টাউন বলিউড বাদশা শাহরুখের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেম। তারা নতুন বছরকে সামনে রেখে উড়াল দিলেন।
কিছুদিন আগেই এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিয়েছিলেন অগস্ত্য। তারপর এক পার্টিতেও তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’-এর প্রচারণা অনুষ্ঠানেও তাদের রসায়ন কারও চোখ এড়ায়নি।
বছরটি জমিয়ে কাটিয়ে নতুনকে ধরে রাখতে তারা উড়াল দিয়েছেন বিমানে। এক ফ্রেমে হাজির হয়ে নতুন বছর উদযাপন করতে একসঙ্গে মুম্বাই ছাড়লেন দুজনে।
এদিন বিমানবন্দরে দেখা মিলেছে অগস্ত্যের বোন নব্যা নন্দাকেও। জানা গেছে, নব্যাও যাচ্ছেন তাদের সঙ্গে। তবে মুম্বাই ছেড়ে তারা ঠিক কোথায় যাচ্ছেন তার খবর পাওয়া যায়নি।
এদিকে, নব্যার সঙ্গে প্রেমের কথা শোনা যাচ্ছে আরেক অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। তাদের তিনজনের সঙ্গে সিদ্ধান্তেরও যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে।