English

22 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

অভিষেকের কাছে বাবা-মা ঈশ্বরতুল্য, যা বললেন অভিনেতা

- Advertisements -

নাসিম রুমি: পারিবারিক আভিজাত্য পেয়েছেন জন্মসূত্রে। দাদু হরিবংশ রাই বচ্চন ছিলেন হিন্দি ভাষার খ্যাতনামা কবি। বাবা অমিতাভ বচ্চনের খ্যাতি আকাশচুম্বী এবং মা জয়া বচ্চনও ছিলেন একদা জনপ্রিয় অভিনেত্রী।— এমন একটি পরিবারে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে কৃতজ্ঞ বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

আরও অনেক কথা বিভিন্ন সময়ে জানিয়েছেন অভিনেতা। তবে এবার জানালেন মেয়ে আরাধ্যার জন্য কোন ঐতিহ্য ছেড়ে যেতে চান অভিষেক বচ্চন।

অভিনয় জগতে ২৫ বছর পার করেছেন অভিষেক বচ্চন। অভিনয় ছাড়াও সৃজনশীল শৈল্পিক কর্মের বাইরে নানান কাজের সঙ্গে সম্পৃক্ত এই অভিনেতা। এই যেমন—খেলাধুলা ও ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তিনি। মেয়ে আরাধ্যা বচ্চনের প্রজন্ম নিয়ে চিন্তা থাকলেও মেয়ের জন্য কোনো ঐতিহ্য ছেড়ে যেতে চান অভিষেক, জানালেন সে কথাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেককে জিজ্ঞেস করা হয়— তিনি ধার্মিক কিনা। তাতে মাথা নেড়ে সম্মতি জানিয়ে অভিনেতা বলেন, আমার কাছে আমার বাবা-মা সবার আগে। তারা আমার কাছে ঈশ্বর সমতুল্য।

তিনি বলেন, আমি একেবারে পারিবারিক মানুষ। আমি যা কিছু করি, আমি আমার পরিবারের জন্য করি। তাদের কাছেই ফিরে যাই দিনের শেষে।

তিনি আরও বলেন, ঈশ্বরের সঙ্গে তার সমীকরণ খুবই ব্যক্তিগত।

কঠিন সময়ে তিনি তার বাবা-মার সমর্থন চান কিনা—এমন প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, তার পরিবারের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ। আসলে পরিবারে যতক্ষণ একটা প্রেম আর সহমর্মিতার পরিবেশ রয়েছে, ততক্ষণ পর্যন্ত সব ভালো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন