নাসিম রুমি: সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পেট কাটা ষ’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’-এর চতুর্থ পর্ব ‘বেসুরা’। এই সিরিজ দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এ পর্ব দিয়েই শেষ হলো সিরিজটির দ্বিতীয় সিজন। এ পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।
ওয়েব সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ‘ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। আমি যে ধরনের কাজ করতে চাই, ‘২ষ’ তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রতিশ্রুতিশীল পরিচালক। সব মিলিয়ে কাজটা ভালো লেগেছে।’
চতুর্থ পর্ব বেসুরার গল্পে দেখা যায়, ছোট্ট একটি মেয়ে সুর সাধনা করে, কিন্তু সেই সুর বেসুরো হওয়ায় বলা হয়, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; যদি মেয়েটির গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন তাকে কসাইয়ের সুরের সাধনা করে কাটাতে হবে। সুরের সন্ধান পেতে হলে তাকে যেতে হবে ডাইনির কাছে। এমন ভৌতিক নানা ঘটনার মাধ্যমে গল্পটি এগিয়ে চলে।
এ পর্বে ডাইনিরূপে দেখা যায় জয়া আহসানকে। এতে আরো অভিনয় করেছেন-এরফান মৃধা শিবলু, বাবলু বোস, ইসলাম উদ্দিন পালাকার, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ আরো অনেকে। নুহাশ হুমায়ূন পরিচালিত আলোচিত সিরিজ ‘পেট কাটা য’-এর দ্বিতীয় সিজন ‘২ষ’।
এবারের গল্প লিখেছেন নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান। দ্বিতীয় সিজনে চার সপ্তাহে মুক্তি পেয়েছে চারটি নতুন গল্প। এগুলো হলো-‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। এরই মধ্যে প্রথম তিনটি পর্ব মুক্তি পেয়েছে আর ব্যাপক সাড়াও ফেলেছে।