দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ময়মনসিংহ বিভাগ থেকে তিনি ফরম সংগ্রহ করেন।
এর আগে সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।
প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন সংরক্ষিত আসনের এমপি পদপ্রত্যাশীরা।
এদিন বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগ থেকে ২০২টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৫৪টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১২২টি, সিলেট বিভাগ থেকে ২১টি, বরিশাল বিভাগ থেকে ৪৪টি, খুলনা বিভাগ থেকে ৬৫টি, রংপুর বিভাগ থেকে ৬২টি এবং রাজশাহী বিভাগ থেকে ৭৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের পদপ্রত্যাশীদের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।