অভিনেত্রী মায়া ঘোষ-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০১৯ সালের ১৯ মে, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। প্রয়াত এই গুণি অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
মায়া ঘোষ ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর, যশোর জেলার মনিরামপুর উপজেলার প্রতাপকাঠি গ্রামে, জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শংকর প্রসাদ গাঙ্গুলি।
মায়া ঘোষ ১৯৮১ সালে অভিনয় জগতে আসেন। তিনি নিয়মিত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে- পাতাল বিজয়,
আর পার (হিন্দি), চাপা ডাঙার বউ, শুভদা, জীবন ধারা, জ্বীনের বাদশাহ, পদ্মা নদীর মাঝি, চোরের বউ, কালিয়া, মেঘলা আকাশ, সন্তান যখন শক্র, ডাক্তার বাড়ি, হিল্লা, নির্ত্তি (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র), উল্লেখযোগ্য ।
ব্যক্তিজীবনে মায়া ঘোষ তাঁর জন্মস্থান মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের দিলীপ ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিলীপ ঘোষ ২০০২ সালে মৃত্যুবরণ করেন। তাদের তিন সন্তান রয়েছে।
মায়া ঘোষের ছেলে, দীপক ঘোষ এক সাক্ষাতকারে বলেছেন, “মা মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় কলকাতার শরণার্থীশিবিরে মুক্তিযোদ্ধাদের রেঁধে খাওয়ানো’সহ সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধেও । তবে তাঁর সার্টিফিকেট ছিল না। এসব নিয়ে ভাবতেন না। বলতেন, দেশের প্রয়োজনে যুদ্ধ করেছি, সার্টিফিকেট নেওয়ার জন্য না।”
মায়া ঘোষ একজন মঞ্চকর্মী, অভিনেত্রী এবং বীর মুক্তিযোদ্ধা। আজীবন অভিনয় করে গেছেন মঞ্চে, টেলিভিশনে ও চলচ্চিত্রে। একজন ভালো অভিনেত্রী হিসেবে দর্শকদের কাছে সুপরিচিতি ছিল তাঁর, বিশেষ করে দুখিনী মায়ের চরিত্রে অনবদ্য এক অভিনেত্রী ছিলেন তিনি।
অভিনেত্রী ও বীর মুক্তিযোদ্ধা মায়া ঘোষ অনন্তলোকে চির শান্তিতে থাকুন, এই কামনা করি।