অভিনেত্রী ফারজানা ববি’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের ১৩ এপ্রিল, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। আজ তাঁর মৃত্যুদিবসে, অকালপ্রয়াত এই অভিনেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
ফারজানা ববি ১৯৬৩ সালের ১৪ অক্টোবর, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের প্রতি, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা ছিল।
১৯৮৪ সালে, এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে, দেশীয় চলচ্চিত্রে ফারজানা ববি’র আগমন ঘটে। তাঁর অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘জিপসী সর্দার’, দারাশিকো পরিচালিত এই ছবিটি মুক্তিপায় ১৯৮৪ সালে। তিনি আরো অভিনয় করেন- দুনিয়াদারী, পাগলী, জারকা, খামোশ, স্ত্রীর স্বপ্ন, দুশমনি, কোবরা, বেদের মেয়ে জোসনা’সহ আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে ।
একজন সম্ভাবনাময় ভালো অভিনেত্রী হওয়া সত্বেও, ফারজানা ববি একসময় চলচ্চিত্র থেকে হারিয়ে যান। ১৯৮৪ সালের, এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের আরেক নির্বাচিত অভিনেতা মাসুম বাবুল (বর্তমানের স্বনাখ্যাত নৃত্যপরিচালক)-এর সাথে বিয়ে হওয়ার পর, তিনি অভিনয় থেকে একেবারে দূরে চলে যান এবং পারিবারিক জীবন শুরু করেন । তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
অভিনেত্রী ফারজানা ববি অনন্তলোকে চিরশান্তিতে থাকুন এই আমাদের প্রার্থণা।