English

29 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫
- Advertisement -

অভিনেত্রী জয়া প্রদার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল

- Advertisements -

নাসিম রুমি: আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী ও বিজেপির প্রাক্তন সংসদ সদস্য জয়া প্রদা। ২০১৯ সালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় আগামী ১৭ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের একটি জেলা আদালত। তার বিরুদ্ধে পূর্বের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) প্রসিকিউশন অফিসার অমরনাথ তিওয়ারি বলেন, জয়া প্রদার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরও গত ৮ নভেম্বর আদালতে হাজির হননি তিনি। পরবর্তী শুনানির জন্য আদালত ১৭ নভেম্বর ধার্য করেছেন।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী হিসেবে ২০১৯ সালে রামপুর থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬১ বছর বয়সী জয়া প্রদা। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে একটি রাস্তা উদ্বোধন করেন। এ বিষয়ে রামপুর থানায় একটি মামলা দায়ের হয়।

সত্তর, আশি ও নব্বই দশকে তেলেগু ও হিন্দি সিনেমার অন্যতম আলোচিত মুখ জয়া প্রদা। ‘শ্রী শ্রী মুবা’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘মা’, ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’ প্রভৃতি তার জনপ্রিয় সিনেমা। অমিতাভ বচ্চন, এনটি রমা রাওয়ের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তেলেগু, হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা ও মারাঠি সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখান জয়া প্রদা। এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের রামপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

৬ বছর পর সিনেমায় মিথিলা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন