নিষিদ্ধ থাকাকালীন কোনও নির্মাতা যদি চমককে নিয়ে কাজ করেন, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।
ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাটকের আরও ছয়টি সংগঠন। এগুলো হলো, অডিও ভিজুয়াল টেকনিক্যাল ওনারস অ্যাসোসিয়েশন, শুটিং লাইট ওনারস অ্যাসোসিয়েশন, শুটিং হাউজ ওনারস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, শুটিং লাইনম্যান অ্যাসোসিয়েশন ও শুটিং ইউনিট মাইক্রোবাস চালক সমিতি।
গত ৪ আগস্ট আদিফ হাসানের পরিচালনায় নির্মাণাধীন নাটক ‘শ্বশুরবাড়ির প্রথম দিন’র সেটে তর্কাতর্কি, পুলিশ আসা এবং শুটিং বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, এদিন সেটে উত্তেজিত অবস্থায় নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে খারাপ আচরণ করেন অভিনেত্রী চমক। এরপর নিজের নিরাপত্তার কথা বলে পুলিশও ডেকে আনেন। এ ঘটনায় নাটকটির কাজ বন্ধ হয়ে যায়।
এরপর গত ১৩ আগস্ট বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের বিচার সভা অনুষ্ঠিত হয়। সেখানে দোষী প্রমাণিত হন চমক। তাই তাকে চার দফা সাংগঠনিক শাস্তি দেয় সংগঠনটি।
তবে সেই শাস্তি যথেষ্ট নয় বলে দাবি করে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এ জন্য তারা নতুন করে চমকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।