মা হারালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আজ (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
মায়ের মৃত্যু প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অপরাজিতা আঢ্য বলেন, ‘আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তার শরীরটা কিছুতেই ভালো যাচ্ছিল না। কাল রাতেই জ্বর এসেছিল। আজ সকালে হঠাৎ অক্সিজেন ওঠানামা শুরু করে। ব্লাড প্রেশার শূন্যতে নেমে যায়। হাসপাতালে নিয়ে যাব বলে ফোনও করি, কিন্তু তার আগেই চলে গেলেন মা।’
গত ২২ ফেব্রুয়ারি জন্মদিন ছিল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করে এই বিশেষ দিন পালন করলেও এবারে থেকেছিলেন মায়ের সঙ্গে। অসুস্থ মায়ের হাত ধরেই জন্মদিন কাটান। মায়ের সঙ্গে কাটানো এই বছরের জন্মদিনই শেষ জন্মদিন হয়ে রইল।