English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

অভিনেতা কালা আজিজ এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

অভিনেতা কালা আজিজ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০১৯ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রয়াত এই গুণি অভিনেতার প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
কালা আজিজ (আবদুল আজিজ) ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১ জুলাই, সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বি,এফ,ডি,সি-তে (ল্যাবে) চাকুরী করতেন। তবে তাঁর মনের ভিতর ছিলো অভিনয়ের প্রতি প্রচণ্ড ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই, অভিনয়ের নেশায় পেয়ে বসে তাকে।
১৯৮৪ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত, কাজী হায়াৎ পরিচালিত ‘মনা পাগলা’ ছবিতে প্রথম অভিনয় করেন কালা আজিজ। আর এভাবেই অভিনয়ের সাথে যুক্ত হন তিনি।
কালা আজিজ অভিনীত ছবিগুলোর মধ্যে- ত্রাস, তেজী, দেশদ্রোহী, লুটতরাজ, কমান্ডার, দেশ প্রেমিক, আব্বাজান, ধর, বর্তমান, কে আমার বাবা, ঝড়, লণ্ড ভণ্ড, কষ্ট, আম্মাজান, পাঞ্জা, ইতিহাস, সমাজকে বদলে দাও, মমতাজ, আজকের সমাজ, কোটি টাকার কাবিন, পিতার আসন, ভন্ড ওঝা, বাংলার বাঘ, ময়দান, মেশিনম্যান, যদি বউ সাজো গো, বড় ভাই জিন্দাবাদ, মায়ের হাতে বেহেস্তের চাবি, ভালোবাসা দিবি কিনা বল, আমার স্বপ্ন আমার সংসার, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, বলো না তুমি আমার, কাবলীওয়াল, যেমন জামাই তেমন বউ, আমার পৃথিবী তুমি, হৃদয় ভাঙ্গা ঢেউ, পাগলা হাওয়া, ভালোবাসা আজকাল, কুসুমপুরের গল্প, দুটি মনের পাগলামী, আয়না সুন্দরী, রাজা ৪২০, ইত্যাদি উল্লেখযোগ্য।
বাংলাদেশের চলচ্চিত্রের অতি পরিচিত মুখ কালা আজিজ, ছোট ছোট চরিত্রে হলেও বহু ছবিতে অভিনয় করেছেন তিনি । প্রায় ছবিতেই তাকে দেখা যেত, প্রধান খলনায়কের সহযোগী হিসাবে। মুখ্য ভূমিকায় না হলেও, ছোট ছোট চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
মাঝে মাঝে কিছু ছবিতে তাঁকে কৌতুক চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ছোট-খাটো নানা ধরণের চরিত্রে তিনি অভিনয় করেছেন। অভিনয় পাগল এই মানুষটি, অভিনেতা হিসেবে বেশ দক্ষ ছিলেন, এটা বলা যেতে পারে । নিজ অভিনয় গুণে তিনি দর্শকপ্রিয়তাও পেয়েছিলেন।
বাংলাদেশের চলচ্চিত্রের লোকদের কাছে- অমায়িক, সজ্জন ও ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল, অভিনেতা কালা আজিজের। সহজ-সরল ভালো মানুষ হিসেবে সবাই তাকে পছন্দ করতেন, ভালোবাসতেন।
সকলের পছন্দের মানুষ, অভিনেতা কালা আজিজ পরপারে ভালো থাকুন- এই প্রার্থণা করি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন