English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অভিনয়ে বাড়ছে শখের ব্যস্ততা

- Advertisements -

নাসিম রুমি: সাড়া জাগানো মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। বিয়ে, সংসার ও সন্তানের জন্ম সবকিছু মিলে মাঝে মিডিয়া থেকে দূরে ছিলেন এ সুন্দরী। তবে অভিনয়ে আবার নিয়মিত হয়েছেন শখ। বিরতি থেকে ফিরেই একাধিক একক ও ধারাবাহিক নাটকে যুক্ত হয়েছেন।

শোবিজে ফের বাড়ছে শখের ব্যস্ততা। এর মধ্যে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রচারে আসছে এ অভিনেত্রীর নতুন আরও একটি ধারাবাহিক নাটক।

শখের নতুন ধারাবাহিকের নাম ‘অচিনপুর’।

আহমেদ শাহবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। বাংলাভিশনে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে শখ গণমাধ্যমকে বলেন, “আমার অভিনয় জীবনে ফের ছন্দ ফিরে এসেছে। বিরতি থেকে ফিরেও বসে নেই।

পছন্দমতো গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। ‘অচিনপুর’ অনেক ভালো একটি গল্পে নির্মিত। যা আমার খুব পছন্দের। এটা আমার জন্য বড় পাওয়া, বিরতি থেকে ফিরেই বেশ কিছু ভালো কাজের সঙ্গে যুক্ত হতে পারছি।’

এদিকে শখ অভিনীত ‘অদ্ভুত পরিবার’ নামে একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে।

এটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। এছাড়া তার অভিনীত আবু হায়াত মাহমুদের ‘জেন-জি’ ধারাবাহিক নাটকটিও শিগ্গির প্রচারে আসবে। এখন থেকে নিয়মিত ওয়েব কনটেন্টের কাজ করবেন বলে জানিয়েছেন শখ।

শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শখের। সেসময় অভিনয় করেছিলেন ‘স্বাক্ষর’ নামের একটি টিভি নাটকে। এরপর ‘অদ্ভুতুড়ে’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে শখ হয়ে ওঠেন টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ। বাড়তে থাকে তারকাখ্যাতি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এ ছাড়া নাচেও পারদর্শী। অভিনয়ের পাশাপাশি সংসার নিয়েও ব্যস্ত তিনি। স্বামী ও কন্যাসন্তান নিয়ে সুখেই জীবন অতিবাহিত করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন