English

16 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

অভিনব কায়দায় বিয়ে সারলেন ফারহান-শিবানী

- Advertisements -

বিয়ের পিঁড়িতে বসার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বলিউড অভিনেতা ফারহান আখতার। বলা হয়েছিলো, ‘ধর্মীয় রীতিতে নয়, শপথ বাক্য পাঠ করে বিয়ে করবেন ফারহান আখতার ও শিবানী দান্ডেকর’। সে অনুসারেই একদম অভিনব কায়দায় ফারহানের খান্ডালার ফার্মহাউজে বিয়ে সারলেন এই জুটি।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিল তাদের ঘনিষ্ঠ বন্ধুরা। ইসলামি বা মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করলেন না শিবানী-ফারহান। কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ করে নতুন জীবনের পথে পা বাড়ালেন দু’জনে। আর বিয়ের এই শপথগুলো নিজেরাই লিখেছেন তাঁরা!

বিয়েতে শিবানি সাজলেনও অভিনব স্টাইলে। মাথায় লাল ওড়না, সঙ্গে লাল রঙা মারমেড গাউন। কালো রঙা টাক্সিডোতে ধরা দিলেন ফারহান। এর আগে, বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতারের বাবা ও গীতিকার জাভেদ আখতার ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছিলেন।

উল্লেখ্য, ভারতীয় অভিনেতা ফারহান আখতারের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রলীয় মডেল এবং সঞ্চালক শিবানী দাণ্ডেকরের সম্পর্কের শুরু হয় ২০১৮ সালে। এর আগে হেয়ারস্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সংসার করেন ফারহান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ফারহান ও অধুনার দুটি মেয়ে রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন