English

23 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫
- Advertisement -

অবসাদে ভুগছেন গায়ক আমাল মালিক

- Advertisements -

নাসিম রুমি: গায়ক হিসেবে আমাল মালিক যত পরিচিতি, তার চেয়ে অনেক বেশি পরিচিতি গায়কের ভাই হিসেবে। বৃহস্পতিবার গায়ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন তিনি অবসাদে ভুগছেন।

আর তার এই অবস্থার জন্য সরাসরি দায়ী করেছেন তার মা-বাবাকে। এমনকি ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যও দায়ী করেন তাদেরই। তাই পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না আমাল।

ইনস্টাগ্রামে গায়ক আমাল মালিক লেখেন, ‘আজ আমি যেখানে এসে পৌঁছেছি, তারপর আমার যন্ত্রণার কথা না-বলে আর চুপ করে থাকতে পারছি না। আমার দিন রাত এক করে অন্যের জীবনের নিরাপত্তার কথা ভেবেছি, তবু বলা হয়েছে আমি কিছুই পারি না। আমার রক্ত, ঘাম কান্নার বিনিময়ে গত এক দশকে তৈরি হয়েছে ১২৬টি গান।’

বাবা-মায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অভিভাবকদের কার্যকলাপের কারণেই আমরা দুই ভাই পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছি। গত কয়েক বছরে ওরা আমার ভালো থাকাকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন, আমার সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, আমার ভাবনাচিন্তা, আমার আত্মবিশ্বাসকে খাটো করে দেখাতে চেষ্টা করছেন।

‘আমি নিজের পথে চলছি, কারণ আমি জানি আমি পারি এবং আমি বিশ্বাস করি আমার দৃঢ়তা রয়েছে। আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার সমস্ত শান্তি হারিয়ে গেছে, মানসিক ভাবে আমি বিধ্বস্ত, বোধহয় আর্থিক ভাবেও।’

গায়কের ভাষ্য, ‘তবে সব থেকে বড় বিষয়টি হল এই যে চিকিৎসক জানিয়েছেন আমি অবসাদগ্রস্ত। হ্যা, এসব কিছুর জন্য হয়ত শুধু আমিই দায়ী। কিন্তু আত্মমর্যাদা অসংখ্যবার ক্ষুণ্ণ হয়েছে আমার কাছের মানুষদের জন্যই।’

তাই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছেন তিনি। বলেছেন, ‘আমি আমার জীবন আর জীবনের শান্তি পুনরুদ্ধার করতে চাই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন