মাদক মামলায় অবশেষে চূড়ান্ত জয় এলো খান পরিবারে। আজ শুক্রবার ভারতের নারকোটিক্স কনট্রোল ব্যুরো (এনসিবি) শাহরুখ-পুত্র আরিয়ান খানকে বেকসুর খালাস দিয়েছে।
যদিও আগেই মামলা চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয় বলে বিতর্কের সৃষ্টি হয়। এমনকি এনসিবির ঘুষ নেওয়ার কথাও শোনা যায়।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে হঠাৎই আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ড ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। কারাগারে পাঠানো হয় আরিয়ানকে।
পরে গেল ৩১ অক্টোবর আর্থার রোড জেল থেকে ছাড়া পান আরিয়ান। ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। যার মধ্যে প্রধান ৩ অভিযুক্তের একজন ছিলেন আরিয়ান।