২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না-ফেরার দেশে চলে যান ঢালিউড কিং মান্না। তাকে সমাধিস্থ করা হয় নিজ গ্রাম টাঙ্গাইলের এলেঙ্গায়। এই নায়কের কবর সংস্কার নিয়ে নানা জটিলতা তৈরি হয়। সেই জটিলতা কাটিয়ে সংস্কার করা হয়েছে মান্নার কবর।
এ প্রসঙ্গে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘দীর্ঘদিন ধরে কবরটির সংস্কার করা সম্ভব হয়নি। কারণ এটি পারিবারিক কবরস্থান। অনেকের সিদ্ধান্তের ব্যাপার ছিল। যদিও এর আগে আমরা একবার মান্নার কবর সংস্কার করেছিলাম। নিচু জায়গা হওয়ায় কবরে মাটি ফেলতে হয়েছে। এছাড়া মান্নার চাচা প্রবাসী হওয়ায় তার দেশে আসার অপেক্ষায় ছিলাম। তার অনুমতি নিয়েই মান্নার কবর সংস্কার করেছি।’
কিন্তু এক সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়ক, তার কবরের সংস্কারের জন্য অপেক্ষা কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন। আক্রমণাত্মক কথা বলেছেন। শেলী মান্না বলেন, ‘ভক্তদের আবেগের বিষয়টি আমরা বুঝি। যাই হোক, অবশেষে আমরা অনেক বাধা অতিক্রম করে কবরের সংস্কার করতে পেরেছি। তবে সমস্যা একটা এখনো রয়ে গেছে- সমাধি স্থলের সামনে প্রাচীর দেওয়ার কারণে ভক্তদের কবর দেখতে ও কবর জিয়ারত করতে অনেকটা ঝামেলা হবে। এমনকি তারা ভেতরে যাওয়ার অনুমতি না পেলে দেখতে পারবেন না। এ কারণে মান্নার চাচার প্রতি আমার অনুরোধ প্রাচীরটা খুলে দিয়ে ভক্তদের সহজে দেখার ব্যবস্থা যেন তিনি করেন।’
আজ মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান শেলী মান্না। তিনি সবার কাছে স্বামীর জন্য দোয়া চেয়েছেন।