নাসিম রুমি: নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। দুজনে জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও, প্রথমবার কাজ করেন ‘হাউ সুইট’ নামে একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করেন কাজল আরেফিন অমি। ওটিটির পেইড ভার্সনের একটি অ্যাপের জন্য নির্মাণ করা হয়েছে ফিল্মটি। এটি গত ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা।
নির্মাতা অমি বলেন, ‘পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে পারিনি। এখন আমরা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে ভালোবাসার গল্পে নির্মিত এ ফিল্মটি।’
অপূর্ব বলেন, ‘কাজটি অনেক ভালোবাসার। গল্পটিও দারুণ। এর শুটিং অভিজ্ঞতার পেছনেও অনেক গল্প রয়েছে যা সবার জানা। ভালোবাসা দিবসে এটি মুক্তি পায়নি, তাতে অনেকেই হয়তো হতাশ হয়েছেন। ঈদে আসবে ফিল্মটি। আশা করি সবার ভালো লাগবে।’তবে কাজ শেষ করতে পারেননি।
ফারিণ বলেন, ‘আমাদের অনেক পরিশ্রমের কাজ এটি। কাজটিকে ভালো করার জন্যই একটু সময় নেওয়া। অপেক্ষার পর দর্শক যখন দেখবেন, তখন আশা করি ভালো লাগবে।’