নাসিম রুমি: প্রেমপুরাণ, কাচের দেয়াল, ইনফিনিটি সিজন টু-এর মতো ওয়েবে কাজ করেছেন। কাজ করেছেন দামাল চলচ্চিত্রেও। সম্প্রতি মোবারকনামায় অভিনয় করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সামিয়া।
মোবারকনামা সিরিজের মূল বক্তব্য অনুমতি ছাড়া স্পর্শ নয়-এর পক্ষেও সামিয়া অথই-এর অভিমত হলো একই। অনুমতি ছাড়া স্পর্শ করা যাবে না কোনো নারীকে। এমনটাই মনে করেন আলোচিত এই অভিনেত্রী।
সামিয়া অথই বলেন, ব্যক্তিগত জীবনেও আমি মনে করি ‘নো’ মানে ‘না’। নারী কোনোকিছুতে যদি না বলে সেটা আসলে মেনে নেওয়া উচিত। সেটা শুধু পর্দাতেই নয়, ব্যক্তিগত জীবনেও। আমি যদি কোথাও দেখি হ্যারাসমেন্ট, ব্যাড ইনটেনশন, নেগেটিভিটি আমাকে স্পর্শ করার চেষ্টা করে সেখান থেকে আমি সরে আসি। আমি সবাইকে বলব, তাদের নিজের জায়গায় সতর্ক থাকতে, না মানে না। কখনো কাউকে জোর করে হ্যারাসমেন্ট করা উচিত না।