ক’দিন আগে গোপনে ছবি তোলায় খুব চটেছিলেন আলিয়া ভাট। ঘটনা গিয়েছিল থানা পর্যন্ত। এবার তেমনই অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। অনুমতি না নিয়েই তার ভিডিও করা হয় যেখানে তাকে ভালোই লাগছিল না। এ প্রসঙ্গে ইয়ামি জানান, একবার এক অল্প বয়সী ছেলে ভক্ত দ্বারা এ অভিজ্ঞতা হয়েছিল তার। সবাই যখন সেলফি তুলছিল ওই ছেলে তখন ভিডিও করা শুরু করে। এ জন্য ইয়ামির অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি সে। এখানেই শেষ নয়।
ভিডিওটি নেট দুনিয়ায় প্রকাশ করেছিল অভিনেত্রীর ওই অনুরাগী। ফলে যথেষ্ট হেনস্তা হতে হয়েছিল ইয়ামিকে।অভিনেত্রী আরও বলেন, একবার কিছু ছেলে আমার ফার্ম হাউজে এসেছিল। একজন ছিল কমবয়সী, ১৯-২০ হবে বয়স। তারা আমার কর্মীদের অনুরোধ করেছিল আমার সঙ্গে একটি ছবি তোলার সুযোগ করে দেয়ার জন্য। আমি রাজি হয়েছিলাম। তাদের সঙ্গে দেখা করে খুশিও হয়েছিলাম। কিন্তু কমবয়সী ছেলেটি ভিডিও রেকর্ড করতে শুরু করে।