English

23 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

অনিরাপদ বোধ করছি: পরীমনি

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকি এসব কর্মকাণ্ডে জড়িয়ে মামলার পর জেলও খেটেছেন তিনি।

পরীমনি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত শেয়ার করতেও পিছিয়ে থাকেন না। এসব পোস্টও বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় তোলে।

সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় ‘অনিরাপদ বোধ’ করছেন দাবি করে পরীমণি বলেন, অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা- যে কোনো অনুষ্ঠানই হোক সেটা তো আমার কাজ।

এ অভিনেত্রী বলেন, আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই। সেখানে বাধা হয়ে দাঁড়াবে খুব অল্পসংখ্যক লোকজন এবং তাদেরকে আমরা ভয় পাবো, পিছপা হবো। আমাদের সৃজনশীল কাজে বাধা আসবে। আমি অন্তত সেটা কোনোভাবে মেনে নিতে পারি না।

পরীমনি আরও বলেন, যখন কথা বললাম তখন নানা ধরনের হেনস্তা করা হলো। এখানে কী আবার ধর্মবিরোধী? ধর্মের ওপরে কী আঘাত হচ্ছে- আমি স্পষ্টভাবে জানি না। আমি এটা জানতে চাচ্ছি যে, এরা আসলে কারা।

নতুন বাংলাদেশে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, এই স্বাধীনতা আমরা যদি এনে দেওয়ার জন্য একটু হলেও ভূমিকা রাখি তাহলে কেন স্বাধীনতা উপভোগ করতে পারছি না। এই স্বাধীনতা কারা উপভোগ করছে?

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

বলিউডে টিকছেন না রণবীর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন