English

27 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

অনন্য পরিকল্পনা নিয়ে সালমানের ছবিতে ৫০০ কোটি বাজেট অ্যাটলির

- Advertisements -

নাসিম রুমি: একাধিক ফ্লপ ছবির পর বলিউড বাদশাহ শাহরুখ খানের কামব্যাকের কৃতিত্বের রয়েছে দক্ষিণী ছবির পরিচালক অ্যাটলির। ছবি মুক্তির আগে ছিল না প্রচার। কোনো সাক্ষাৎকারও দেননি শাহরুখ। ‘জওয়ান’ মুক্তির আগে দর্শক-অনুরাগীদের সঙ্গে নায়কের যোগাযোগের সুযোগও ছিল না তেমন। কিন্তু এরপরও ছবির বক্স অফিসে ‘জওয়ান’-এর ব্যবসা ছিল ১১৬৭ কোটি!

সূত্রের খবর, কিং খানের পর এবার নতুন করে জোট বাঁধছেন অ্যাটলি। যার হাত ধরছেন, তার ছবি আশানুরূপ ফল লাভ করছে না, এরপরও ফ্লপ এবং অ্যাভারেজ নিয়েই চলছে তার ছবি। বলা হচ্ছে সালমান খানের কথা।

শোনা যাচ্ছে, ‘জওয়ান’-এ শাহরুখ খানকে নিয়ে পরিচালনার পর ‘এ সিক্স’ নামের একটি ছবি আনছেন পরিচালক অ্যাটলি। সে ছবিরই নায়ক হবেন এবার সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সুখবরটি জানিয়েছেন অ্যাটলি নিজেই।

অ্যাটলি জানিয়েছেন, ছবিটি সালমান খানের ভক্তদের জন্য নিঃসন্দেহে ভালো একটি ছবি হতে চলেছে। যার মাধ্যমে সারা বিশ্বকে গর্বিত করবেন সালমান।

সূত্রের খবর, ‘এ সিক্স’ ছবিটির বাজেট ৫০০ কোটি! কারণ, পরিচালক তার এই ছবিতে একটি ভিন্ন এবং অনন্য জগৎ তৈরি করার পরিকল্পনা করেছেন।

এও শোনা যাচ্ছে অ্যাটলি এই ছবির জন্য রজনীকান্তের সঙ্গেও আলোচনা করেছেন। এবং যদি রজনিকান্তের সম্মতি মেলে, তাহলে এটি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ছবি হয়ে উঠবে; যেখানে দুই সুপারস্টার ভাইজান এবং থালাইভাকে একসঙ্গে দেখা যাবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন