নাসিম রুমি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান সম্পর্কে এক সাক্ষাৎকারে অভিনেতা ইলিয়াস কাঞ্চন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমার জীবনে প্রথম নায়িকা দেখেছি অঞ্জনাকে যখন ‘দস্যু বনহুর’ ছবির শুটিং চলছিল। আমি প্রথম ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে, মানুষ কীভাবে এত সুন্দর হয়। আমার কাছে তাকে মানুষ মনে হয়নি। সে তো ছিল পরীর মতো।”
এছাড়া ইলিয়াস কাঞ্চন আরও বলেন, “অঞ্জনাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। একটা শিল্পীর মূল্যয়ন হচ্ছে তার শিল্পসত্মাকে ধরে রাখা সেটা কে করছে। এখানে কে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে? এ অভিযোগটা সবার কাছে করছি, সরকারের কাছে, চলচ্চিত্র অঙ্গনের মানুষের কাছে সকলের কাছে করছি।”
উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন অঞ্জনা রহমান। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অবদান ছিল অসামান্য, এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনেও এক সুপরিচিত নাম ছিলেন। নৃত্যশিল্পী হিসেবে শুরু করে, নায়িকা হিসেবে সফলতার শীর্ষে পৌঁছানোর পাশাপাশি তিনি দেশের একমাত্র চলচ্চিত্র অভিনেত্রী যিনি সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।