হঠাৎ করেই বলিউড অভিনেত্রী কাজল বললেন, অজয় নয় তিনি আসলে অন্য একজনের সাথেই যেনো বেশি বিবাহিত। শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, ভাবতে পারেন কই কোনোদিন তো কাজল-দেবগনের সংসারে হাড়ি ঠোকাঠুকির শব্দও শুনিনি। তবে এমন কথা কেনো বলছেন কাজল, আসলে কী হয়েছে?
তবে চিন্তিত হওয়ার কারণ নেই, শাশুড়ির প্রতি ভালোবাসা জানাতেই এমন কথা বলেছেন কাজল। শাশুড়ি বীণা দেবগনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কাজল ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, ‘কোনও পুরুষকে বিয়ে করা মানে শুধু তাঁর সাথেই গাঁটছড়া বাঁধা নয়, তাঁর গোটা পরিবারই জীবনের সাথে জড়িয়ে যায়। সেই মানুষটার জন্য শুভেচ্ছা, যিনি সব সময়ে আমার পাশে থেকেছেন। অনেকবার মনে হয়েছে, আমার স্বামী নয়, আমি তাঁর সাথেই বেশি বিবাহিত। সেই অসাধারণ নারী, আমার শাশুড়ি বীণা দেবগানের জন্মদিনটা খুব ভাল কাটুক।”
‘বাজিগর’ থেকে ‘তানহাজি’; তিন দশকের চঞ্চল উজ্জ্বল ক্যারিয়ারে একের পর এক সফল ছবিতে কাজ করেছেন কাজল। অজয় দেবগানের সাথে তিনি সংসারটাও চুটিয়ে করছেন।