টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মিলান অজিতের নতুন সিনেমায় কাজ করছিলেন, যার নাম ‘বিদ্যামুয়ারচি’। এ মাসের শুরুতে শুটিং শুরু হয়েছে সিনেমাটির।
বিদ্যামুয়ারচি পরিচালনা করেছেন মাগিজ থিরুমেনি এবং প্রযোজনা করেছে লাইকা প্রডাকশন। সিনেমাটির নির্মাতারাও মিলনের মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানিয়েছেন।
অজিতের আগের অনেক চলচ্চিত্রে কাজ করেছিলেন মিলান। রবিবার (১৫ অক্টোবর) তিনি শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
কয়েক দশকের কর্মজীবনে বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে কাজ করেছেন মিলান, যার মধ্যে রয়েছে বিল্লা, ভেলাউধাম, ভিরাম, ভেট্টাইকারন, থুনিভু, এন্দ্রেন্দ্রাম পুন্নাগাই, ভেদালাম, আনাত্তে এবং পাথু থালার মতো চলচ্চিত্র। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ছেলেকে রেখে গেছেন।