English

24 C
Dhaka
শনিবার, মার্চ ২২, ২০২৫
- Advertisement -

অজয়ের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন এশা

- Advertisements -

নাসিম রুমি: বরেণ্য তারকা দম্পতি হেমা মালিনি ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল। ২০০২ সালে বলিউডে পা রাখেন। অভিনয় ক্যারিয়ারে বলিউডের অনেক তারকার সঙ্গে পর্দা শেয়ার করেছেন এশা।

অভিনয় করতে গিয়ে গুঞ্জন চাউর হয়েছিল, অজয় দেবগনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এশা। এ ব্যাপার নিয়ে সেই সময়ে আলোচনাও কম হয়নি। পুরোনো বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই ‘ধুম’ তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্ট-কে সাক্ষাৎকার দিয়েছেন এশা। এ আলাপচারিতায় তিনি বলেন, “অনেক সহ-অভিনেতার সঙ্গে তখন আমার সম্পর্ক ছিল। এসবের কিছু সত্য হতে পারে। কিন্তু অনেকের সঙ্গে সম্পর্ক ছিল না। তারা অজয় দেবগনের সঙ্গেও আমাকে যুক্ত করার চেষ্টা করছিলেন। অজয়ের সঙ্গে খুব সুন্দর এবং আলাদা একটি বন্ধন রয়েছে। এটি পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রশংসায় পরিপূর্ণ! তবে এ কথা সত্য অজয়কে আমি খুব বেশী পছন্দ করতাম। এখনে করি। তবে কিছু দিন আমরা সম্পর্কে ছিলাম তাও সত্যি।

সহ-অভিনেতাদের সঙ্গে অনেক সিনেমায় কাজ করার কারণে এই গুজব ছড়িয়েছিল বলে মনে করেন এশা। অজয়-এশা বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যেমন— ‘যুবা’, ‘কাল’, ‘ইনসান’, ‘ক্যাশ’ প্রভৃতি।

সর্বশেষ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করেন এশা-অজয়। ২০২২ সালে মুক্তি পায় এটি। সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেন— রাশি খান্না, অতুল কুলকার্নি, আশীষ বিদ্যার্থী প্রমুখ।

ব্যক্তিগত জীবনে ভরত তাখতানির সঙ্গে ঘর বাঁধেন এশা দেওল। এ সংসারে তাদের দুটো কন্যাসন্তান রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে এ সংসার ভাঙনের ঘোষণা দেন এশা। আপাতত সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের বড় করছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন