নাসিম রুমি: দীর্ঘ নয় বছর বিরতির পরে বলিউডে প্রত্যাবর্তন করছেন সংগীতশিল্পী আদনান সামী। শেষবার ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘ভর দো ঝোলি’ গানটি শোনা গিয়েছিল তার গলায়। এবার শোনা যাচ্ছে, আসন্ন মিউজিক্যাল হরর ফিল্ম ‘কসুর’-এ একটি রোমান্টিক গান গাইতে চলেছেন শ্রোতাপ্রিয় এই গায়ক। গানটি লিখেছেন জাভেদ মোহসিন। এই গানে দেখা যাবে আফতাব শিবদাসানি, উর্বশী রাউতেলা এবং জেসি গিলকে। আগামী সপ্তাহে মুম্বাইয়ের এক বিলাসবহুল স্টুডিও সেটেই গানটির শুটিং শুরু হওয়ার কথা।
বরাবরই জনপ্রিয় আদনান সামী। আর বলিউডে তার অবদানও নেহাত কম নয়। ভক্তদের জন্য উপহার দিয়েছেন অবিস্মরণীয় মন ভোলানো কিছু গান। এর মধ্যে অন্যতম হল–‘তেরা চেহরা’ (২০০০ সাল)-র ‘তেরা চেহরা’ গান, ‘লিফট করা দে’ (২০০৩ সাল) এবং ‘কভি তো নজর মিলাও’ (২০০৬ সাল)। আর তার সাম্প্রতিক হিট ছিল ২০১৫ সালে সালমান খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘ভর দো ঝোলি মেরি’ গানটি। মূলত কাওয়ালি ঘরাণার এই গানটি ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আর আগের সময়ের মতোই আদনানের সুমধুর গলা এবং গায়কী একই ভাবে ভক্তদের মন ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
‘কসুর’র সিক্যুয়েলের হাত ধরে কামব্যাক করতে চলেছেন অভিনেতা আফতাব শিবদাসানিও। আসল সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে। সেখানে দেখা গিয়েছিল লিসা রে-কে। হিট সিনেমার গানগুলিও ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যেই এই সিক্যুয়েলের জন্য শুটিং শুরু করেছেন আফতাব। সেটের ছবিও শেয়ার করেছেন অভিনেতা।