English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
- Advertisement -

৬০ ছুঁই ছুঁই আমির, সালমান, শাহরুখের বয়স; বলিউডের কি এখন নতুন তারকা প্রয়োজন?

- Advertisements -

নাসিম রুমি: প্রযোজক ও চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহরের ভাষায়, সম্প্রতি বিভিন্ন ঘরানার ছোট বাজেটের সিনেমা দর্শকের মন জয় করেছে—যেমন ‘মুঞ্জিয়া’, ‘লাপাতা লেডিস’। তাতে এটা পরিষ্কার, ভালো গল্পই এখন মূল শক্তি।

বর্তমানে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ভারতী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। গত কয়েক বছরে বড় বাজেটের বাণিজ্যিক ব্লকবাস্টার সিনেমাগুলোর সংখ্যা অনেক কমে গেছে।

এদিকে প্রতি বছর ঈতে সালমান খানের মুক্তি পাওয়া চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে এবং বছরের অন্যতম বড় হিটও হয় এটি। গত ১৫ বছরে তার ১৮টি চলচ্চিত্র ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। তবে এখন যেহেতু নির্মাণ খরচ অনেক বেশি, তাই প্রত্যেক তারকাই ৩০০ কোটি রুপির বেশি আয়ের লক্ষ্য নিয়ে কাজ করেন।

কিন্ত দুর্ভাগ্যবশত, এ বছর তার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘সিকান্দার’ সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারতে মুক্তির ৯ দিনে চলচ্চিত্রটি কেবল ১০০ কোটি রুপির ঘর অতিক্রম করেছে।

এদিকে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থ হওয়ার পর আর কোনো চলচ্চিত্র মুক্তি দেননি আমির খান। তবে এ বছর তিনি ‘সিতারে জমিন পার’ দিয়ে নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে, শাহরুখ খান চার বছরের বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে জোরালোভাবে কামব্যাক করেছিলেন, তবে ২০২৫ সালে তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না।

এ কথা অস্বীকার করার উপায় নেই যে, তিন খান মিলে গত কয়েক দশকে বলিউডের বিকাশ ও সাফল্যে বিশাল ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক প্রবণতা বলছে, এখন আর শুধু তারকাখ্যাতি দিয়ে বক্স অফিসে সফল হওয়া সম্ভব নয়। গত কয়েক বছরে দর্শকদের রুচি বদলে গেছে। ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এবং আঞ্চলিক সিনেমার প্রসার দর্শকদের সামনে বৈচিত্র্যময় ও উচ্চমানের কনটেন্ট এনে দিয়েছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার কারণে দর্শকরা এখন অনেক বেশি সচেতন এবং প্রকাশ্যে সমালোচনা করতে দ্বিধা করে না।

এই পরিবর্তনের ফলে, এখন দর্শকরা টানটান গল্প, নতুন ধারার বিষয়বস্তু এবং বাস্তবধর্মী অভিনয় দেখতে চায়। ফলে, বলিউডের পরিচিত ছকবাঁধা বাণিজ্যিক চলচ্চিত্র আর আগের মতো কাজ করছে না। এমন পরিস্থিতিতে, বড় বড় তারকার উপস্থিতিও আর ব্লকবাস্টার নিশ্চিত করতে পারছে না।

এখানেই প্রশ্ন উঠছে—বলিউডকে টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে কি এখন নতুন তারকা ও তরুণ প্রতিভার দরকার?

প্রযোজক ও চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহর এ বিষয়ে একমত হয়ে বলেন, “নিঃসন্দেহে আমাদের আরও তারকার প্রয়োজন। এ নিয়ে কোনো দ্বিমত নেই। তিন খান ছাড়াও হৃতিক রোশন, অজয় দেবগণ ও অক্ষয় কুমার আছেন, তবে পরবর্তী প্রজন্ম থেকে অনেক তারকাকে উঠে আসতে হবে। বর্তমানে আমাদের রয়েছে রণবীর কাপুর, যিনি সামনের সারিতে রয়েছেন, তার পরে রণবীর সিং এবং ভিকি কৌশলও ভালো সাড়া দিচ্ছেন। কিন্তু দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে আরও তরুণদের তারকাখ্যাতি অর্জন করা প্রয়োজন।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন