English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

৩২ কোটির অগ্রিম বুকিং, ‘পুষ্পা ২’র রেকর্ড

- Advertisements -

নাসিম রুমি: আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাপ্রেমীদের ধারণা, বক্স অফিসে রীতিমতো ধামাকা করতে প্রস্তুত এটি। ইতিমধ্যেই সিনেমাটির অগ্রিম বুকিং রেকর্ড তৈরি করেছে এবং প্রতি মুহূর্তে তা বেড়েই চলেছে।

সোমবার (২ ডিসেম্বর) পিভিআরইনক্স এবং সিনেপোলিসের মতো শীর্ষ জাতীয় চেইনে ‘পুষ্পা ২’র ওপেনিং ডেতে ৬.৮২ লাখ টিকেট বিক্রি হয়েছে। এই সংখ্যা ইতিমধ্যেই সালার, আরআরআর, কাল্কি ২৮৯৮ এডি, এবং দৃশ্যম ২ মতো সিনেমার বুকিংয়ের রেকর্ড ছাপিয়ে গেছে।

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, ছবিটির অগ্রিম বুকিং দ্রুত বাড়ছে, সব মিলিয়ে ৬.৮২ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনের টিকিট বিক্রির অগ্রিম বুকিংয়ে সিনেমাটি সংগ্রহ করেছে ৩১.৯১ কোটি রুপি।

৫০০ কোটি বাজেটের সিনেমাটি আর মাত্র দু’দিন পর মুক্তি পাচ্ছে। আগামী ৫ ডিসেম্বর সকাল ৬টায় প্রথম শো শুরু হবে। ইতিমধ্যে উন্মুক্ত হওয়া সিনেমাটির প্রথম গানে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটির প্রতি দর্শকদের উৎসাহ একেবারেই কমেনি।

২০২১ সালে ‘পুষ্পা দ্য রাইজ’-এ অভিনয় করে ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন আল্লু অর্জুন, যা দক্ষিণ ভারতীয় তারকা হিসেবে এবারই প্রথম। আর এই জয়ের সবচেয়ে বেশি কৃতিত্ব তিনি পরিচালক সুকুমারকে দিতে চান। এ প্রসঙ্গ টেনে বলেন, ‘সুকুমার আমাকে নিয়ে এমন এক ছবি বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য হবে।

সুকুমার বলেছিলেন, তিনি সব পরিশ্রম দিয়ে এমন এক ছবি নির্মাণ করবেন, দর্শক যে ছবি দেখে মনে করবেন যে সঠিক জায়গায় পুরস্কার দেওয়া হয়েছে।’ পুষ্পা ২-র জন্য ৩০০ কোটি রুপি নিয়েছেন আল্লু অর্জুন। ফিল্মি দুনিয়ার ইতিহাসে যা বিরল।

এখন ‘পুষ্পা ২’ তার লক্ষ্য স্থির করেছে শীর্ষ ৫ অ্যাডভান্স সেলের মধ্যে স্থান করে নেওয়া, যেখানে টিকিট বিক্রির সংখ্যা ৬.৮২ লাখ ছড়িয়ে পড়েছে, যা রণবীর কাপুরের অ্যানিমেলের রেকর্ড। সিনেমাটির উচ্চমূল্যের টিকেট বিক্রির সঙ্গে আশা করা যাচ্ছে এটি দ্রুত অ্যানিমেলের রেকর্ড ভেঙে ফেলবে। সব ঠিক থাকলে ‘পুষ্পা ২’ বক্স অফিসে বিশাল সাফল্য পেতে চলেছে এবং এটি ভারতীয় সিনেমার ইতিহাসে আরও একটি মাইলফলক হিসেবে থাকবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন