English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

২৫ বছর পর আবারও করণের ছবিতে সালমান

- Advertisements -

নাসিম রুমি: দীর্ঘ ২৫ বছর পর ফের ধর্মা প্রোডাকশনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালমান খান। জানা যাচ্ছে ২০২৪-এর ইদে নতুন ছবি আনতে চলেছে ধর্মা প্রোডাকশন। আর সেই ছবিতে থাকছেন ‘ভাইজান’। খবরটা যে পাক্কা, সেকথা ইন্ডিয়া টিভির শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে নিজেই জানিয়েছেন সল্লু।

সালমান বলেন, করণ নিজেই সলমনকে ধর্মা প্রোডাকশনের ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন। আর তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি যশরাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়ার ছবিতেও কাজ করতে চলেছেন বলে জানান সলমন। তাঁর কথায়, দুটোই অনেক বড় প্রযোজনা সংস্থা। করণ ও আদিত্য দুজনের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।

জানা যাচ্ছে, করণ জোহরের প্রযোজনা সংস্থার ছবিটি একটি বিনোদনমূলক ছবি। যে ছবির পরিচালনার জন্য বিষ্ণু বর্ধনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে খবর। যদিও ধর্মা প্রোডাকশনের তরফে এখনও এবিষয়টি নিশ্চিত করা হয়নি। এর আগে করণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সালমান। যে ছবি মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে।

তবে করণের সঙ্গে দীর্ঘ ২৫ বছর পর কাজ করতে চলেছেন ঠিকই তবে আদিত্য চোপড়ার ক্ষেত্রে সেটা নয়। সম্প্রতি যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবিতেই ক্যামিও চরিত্রে ছিলেন সালমান। তার আগেও একাধি ছবিতে কাজ করেছেন। ‘টাইগার’ সিরিজের ছবিগুলিতে কেন্দ্রীয় চরিত্রে সল্লুই রয়েছেন। সলমনকে পরবর্তীতে মনীশ শর্মার ‘টাইগার 3’-এ দেখা যাবে। যেখানে ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও, সিদ্ধার্থ আনন্দের ‘টাইগার বনাম পাঠান’-এ আবারও শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে সালমানকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন