English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

২০২৫ সালে ওটিটিতে কী থাকবে?

- Advertisements -

নাসিম রুমি: আজ রাতে আসছে নুহাশ হুমায়ূন নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর নতুন ও তৃতীয় পর্ব ‘অন্তরা’। এর বাইরে বছরজুড়েই সিনেমা ও সিরিজ নিয়ে আসবে চরকি।

এ বছর মুক্তি পাবে আরেক সিনেমা ‘যাহা বলিব মিথ্যা বলিব’, নির্মাণ করেছেন রায়হান রাফী। অভিনয় করেছেন জাহিদ হাসান। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের একাধিক সিনেমা আসবে।

পাশাপাশি ‘ইন্টার্নশিপ’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’-ও চরকিতে মুক্তি পাবে।

ভালোবাসা দিবসে আসবে ভালোবাসার অন্য রকম এক পরিণতির গল্পে নির্মিত ‘ঘুমপরী’, নির্মাতা জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রীতম হাসান, পারশা মাহজাবীন।

আজ রাতে আসছে নুহাশ হুমায়ূন নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর নতুন ও তৃতীয় পর্ব ‘অন্তরা’। এর বাইরে বছরজুড়েই সিনেমা ও সিরিজ নিয়ে আসবে চরকি।

এ বছর মুক্তি পাবে আরেক সিনেমা ‘যাহা বলিব মিথ্যা বলিব’, নির্মাণ করেছেন রায়হান রাফী। অভিনয় করেছেন জাহিদ হাসান। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের একাধিক সিনেমা আসবে।

পাশাপাশি ‘ইন্টার্নশিপ’ সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে। সিরিজটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’-ও চরকিতে মুক্তি পাবে।

আজ রাতে আসছে চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’-এর নতুন ও তৃতীয় পর্ব ‘অন্তরা’ছবি: চরকির সৌজন্যে

ভালোবাসা দিবসে আসবে ভালোবাসার অন্য রকম এক পরিণতির গল্পে নির্মিত ‘ঘুমপরী’, নির্মাতা জাহিদ প্রীতম। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রীতম হাসান, পারশা মাহজাবীন।

বঙ্গ অরিজিনাল সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে ২ জানুয়ারিবঙ্গের সৌজন্যে

হইচইয়ের অন্তত দুটি সিরিজ মুক্তি পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ ও আশফাক নিপুনের ‘জিম্মি’।

বঙ্গ অরিজিনাল সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পাবে ২ জানুয়ারি। এটি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ। সিরিজের গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হতে থাকে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী। এত কিছুর পরও কি আদৌ কারও হাতে আসে সেই টাকা? এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবেল, পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।

দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব সিনেমা ‘হাইড অ্যান্ড সিক’। এটি নির্মাণ করেছেন মাহমুদুর হিমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, দীঘি, রোশান। বছরের প্রথম দিন দর্শকদের নতুন সিরিজ উপহার দিচ্ছে দীপ্ত প্লে। তুরস্কের বিখ্যাত ধারাবাহিক মুজিজে ডক্টর আজ ১ জানুয়ারি থেকে ‌‘গুড ডক্টর’ নামে দেখা যাবে। এটি বাংলায় ডাব করেছে প্ল্যাটফর্মটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন