বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন। অভিনেতার ছবি মানেই বক্স অফিসে হিট। আবারও তার প্রমাণ মিললো ‘দৃশ্যম-টু’ সিনেমার মাধ্যমে। রোববার (১৮ নভেম্বর) মুক্তি পায় ছবিটি। ইতোমধ্যে ২০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে অজয় অভিনীত এ সিনেমা।
ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, মুক্তির পর ভারতের প্রায় ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ‘দৃশ্যম-টু’। মুক্তির প্রথম সপ্তাহে শত কোটির ক্লাব ছাড়ায় ছবিটি। আর তৃতীয় সপ্তাহে এরইমধ্যে ২০০ কোটির ঘর ছাড়িয়ে গেছে সিনেমাটি। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বক্স অফিসে অনেকটা স্বস্তি ফিরেছে।
এর আগে অজয়ের ‘গোলমাল এগেইন’ এবং ‘তানহাজি : দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমা ২০০ কোটি রুপি আয় করেছিল বক্স অফিসে। ২৩তম দিনে ‘দৃশ্যম টু’ এখন পর্যন্ত আয় করেছে ৪.৬৫ কোটি রুপি। বর্তমানে যার মোট আয় ২০১.৬৭ কোটি রুপি।
প্রসঙ্গত, ২০১৫ সালে মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা ‘দৃশ্যম’র হিন্দি রিমেক নির্মাণ করেন বলিউড নির্মাতা নিশিকান্ত কামার। সে সময় ৩৮ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি। পরে ছবিটির দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’র রিমেক তৈরি করেছেন নির্মাতা অভিষেক পাঠক। আর দ্বিতীয় কিস্তি নির্মাণে খরচ হয়েছে ৫০ কোটি রুপি।