ভূতে বিশ্বাস থাকুক, আর না থাকুক, বৃষ্টির দুপুর কিংবা নিঝুম রাতে গা-ছমছমে ভূতের সিনেমা দেখতে শরীরের প্রত্যেকটা রোমকূপ সতর্ক হয়ে উঠবে। পিঠ দিয়ে আচমকা ফল্গু ধারার মতো বয়ে যাবে ঠাণ্ডা স্রোত। চিল চিৎকারে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। ভারতে ভূতের সিনেমা দেখে যারা ভয় পেতে পছন্দ করবেন, সে সুখবর তাদের জন্য। কারণ ১০ দিনের মধ্যে ১৩টি ভয়ংকর ভূতের সিনেমা দেখতে পারলেই উল্টে সেই দর্শককে ১ হাজার ৩০০ ডলারও (ভারতীয় মুদ্রায় ৯৬ হাজার টাকা) দেবে ‘ফিনান্সবাজ’ সংস্থা।
প্রতিযোগীকে ১৩টি ভূতের ছবি দেখতে হবে ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিযোগীকে যে সিমেনাগুলি দেখতে হবে সেগুলি হলো— শ, অ্যামিটিভাইল হরর, আ কোয়ায়েট প্যালেস, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, ক্যান্ডিম্যান, ইনসিডিয়াস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, সিনিস্টার, গেট আউট, দ্য পার্জ, হ্যালোউইন (২০১৮), প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল।
৩১ অক্টোবর হ্যালোইন। সেই উপলক্ষ্যেই বিশেষ এই অফার দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার পক্ষ থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বয়স ১৮ বছরের বেশি হতে হবে। ১৩টি সিনেমার মধ্যে বেশি বাজেটের ছবি যেমন রাখা হয়েছে, তেমনই কম বাজেটের সিনেমা রাখায় হয়েছে। কোন ধরনের ছবিতে দর্শকরা বেশি ভয় পাচ্ছেন তাও দেখা হবে। এমনকী, প্রতিযোগীদের সিনেমা দেখার জন্য যা খরচ হবে তাও দিয়ে দেওয়া হবে।
ভয়ের এই প্রতিযোগিতায় অংশ নিতে কী করতে হবে?
‘ফিন্যান্স বাজ’ সূত্রে যা জানা যাচ্ছে, তাতে ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। সমস্ত আবেদনপত্রের যাদের বাছা হবে তাদের ১ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে। ৪ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে একটি ফিটবিট। সেই ফিটবিটের মাধ্যমে হার্ট রেট মাপা হবে। সেই হিসেবে জয়ী প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। যিনি জিতবেন, তাকে মেইল মারফত জয়ের খবর জানিয়ে দেওয়া হবে।