হলিউডের বিখ্যাত তারকা জনি ডেপকে কে না চেনে। যিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক, আবার সুরকার। তার ঝুলিতে আছে গোল্ডেন গ্লোব ও অস্কারের মতো পুরস্কার। সেই জনি ডেপের মতোই দেখতে এক যুবকের সন্ধান মিলেছে পশ্চিম এশিয়ার দেশ ইরানে।
পরিচয় কী এই নকল জনি ডেপের? ইরানের স্থানীয় একটি সংবাদমাধ্যম বলছে, হুবহু জনি ডেপের মতো দেখতে ওই যুবক ইরানেরই নাগরিক। নাম আমিন সালেস। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের বাসিন্দা তিনি। ওই যুবক পেশায় একজন মডেল।
আমিন সালেস স্থানীয় কিছু এজেন্সির সঙ্গে মডেলিংয়ের কাজ করেন। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে চেহারার মিল থাকায় রাতারাতি ইন্টারনেট জগতে ভাইরাল তিনি।
এদিকে ‘নকল’ জনি ডেপের খোঁজ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হলিউড অভিনেতার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি মডেল আমিন সালেসের ছবি আর ভিডিও শেয়ার করতে দেখা গেছে মার্কিন অভিনেতা জনি ডেপের ভক্তদের।