English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী সন্ধ্যা রায়

- Advertisements -

নাসিম রুমি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা রায়। কয়েকদিন আগে বুকে সমস্যার কারণে বর্ষীয়ান এ অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন অনেকটাই ভালো আছেন তিনি। সেই কারণেই অভিনেত্রীকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, অভিনেত্রী সন্ধ্যা রায় বুকে অস্বস্তি বোধ করছিলেন। সঙ্গে নাকি শ্বাসকষ্টও ছিল। সে কারণেই কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা রায়কে। গত সোমবার প্রবীণ অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে শোনা যায়, তার আগের শনিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেশারের সমস্যা রয়েছে অভিনেত্রীর। উচ্চরক্তচাপ বড় চিন্তার কারণ ছিল। এছাড়া তার ডায়াবেটিস রয়েছে।

ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, রক্তসহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় সন্ধ্যা রায়ের। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। আজ শুক্রবার (২১ জুন) অভিনেত্রীকে বাড়ির যাওয়ার অনুমতি দেওয়া হয়।

ষাটের দশকে সিনেমার জগতে প্রবেশ করেন সন্ধ্যা রায় । ‘মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’, ‘বাবা তারকনাথ’-এর মতো ছবিতে অভিয়ন করে তিনি প্রশংসিত হয়েছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন